শিলিগুড়িতে সাড়ম্বরে পালিত হচ্ছে বাগদেবীর আরাধনা

 

উত্তরবঙ্গের বহু জায়গায় দেবী সরস্বতী করোনা নিধনের দেবী হিসেবে পুজিতা হচ্ছেন 



সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৬ ফেব্রুয়ারিঃ  গত এক বছর ধরে মহামারী করোনার কারণে বিভিন্ন উৎসব অনুষ্ঠান গুলো অনাড়ম্বরভাবে পালন করা হয়েছে। তবে ব্যতিক্রম সরস্বতী পুজো। সরস্বতী দেবী কে অনেকে করোনা নিধনের দেবী বলে আখ্যা দিচ্ছেন। কারণ সরস্বতী পূজা প্রাক্কালে করোনার ব্যাপক দাপট অনেকটাই কম। প্রতিদিন কমছে  করোনা আক্রান্তের সংখ্যা, করোনাকে হারিয়ে সুস্থ হচ্ছেন প্রচুর মানুষ। তাই মা সরস্বতী কে উত্তরবঙ্গের বহু জায়গায়    বাগদেবী বলে সম্বোধন করা হয় । এর পাশাপাশি করোনা নিধনের দেবী বলেও সম্বোধন করছেন অনেকে। প্রতিবছরের মতো এবছরও শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে দেবী সরস্বতীর আরাধনা করা হয়েছে।শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এর ১৩ নম্বর গেট এর সংলগ্ন  এলাকাতে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

মন্তব্যসমূহ