নাগরাকাটায় জাতীয় সড়কে বন্য প্রাণী মৃত্যু ঠেকাতে স্পীড ব্রেকার

 দুর্ঘটনায় বন্য প্রাণী মৃত্যু রুখতে জাতীয় সড়কে স্পীড ব্রেকার নাগরাকাটায় 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৫ ফেব্রুয়ারিঃ  দুর্ঘটনা ও বন্যপ্রাণী মৃত্যু রুখতে এবারে চালসা-নাগরাকাটাগামী ৩১ সি নং জাতীয় সড়কে বসানো হল রোড স্টাড ও স্পিড ব্রেকার। এতে স্বাভাবিকভাবেই খুশি পরিবেশপ্রেমী সহ নিয়মিত পথচারীরা।

 প্রসঙ্গত, চাপরামারী জঙ্গল সংলগ্ন এই চালসা-নাগরাকাটাগামী ৩১ সি নং জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।গাড়ির ধাক্কায় আহত বা নিহত হয় বন্যপ্রাণীরা।যে কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, ওই সড়কে গাড়ির ধাক্কায় বহু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে।আমরা দীর্ঘদিন ধরেই ওই সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছি।গাড়ি চালকদের ওই বিষয়ে সচেতনও করেছি।জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

মন্তব্যসমূহ