নতুন ফুটবল প্রতিভার অন্বেষণে শুরু উত্তরবঙ্গ কাপ ফুটবল প্রতিযোগিতা

 

উত্তরবঙ্গ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু , ফাইনাল ১৪ মার্চ 



    কুশল দাশ গুপ্ত , শিলিগুড়ি , ২ মার্চঃ   শুরু হল আইএফএ–র বহু প্রতিক্ষিত উত্তরবঙ্গ কাপ ফুটবল প্রতিযোগিতা। উত্তরবঙ্গ থেকে ফুটবল প্রতিভা তুলে আনতে প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন। ১০টি জেলার সেরা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিটি জেলার সেরা দু’‌টি দল নিয়ে মোট ২০টি এতে অংশগ্রহণ করছে। আলিপুরদুয়ারে প্রতিযোগিতার ফাইনাল খেলা ১৪ মার্চ। উত্তরবঙ্গের চার শহর বালুরঘাট, মালদা,শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে খেলা হবে। রবিবার আলিপুরদুয়ারের সূর্যনগর ময়দানে প্রথম দিনের খেলায় বীরপাড়ার জুবিলি ক্লাব জয়ী হয়। এদিন ২-০ গোলে হারিয়ে দেয় দলসিংপাড়া স্পোর্টস একাডেমিকে। সোমবার থেকে শিলিগুড়ির তরাই স্কুল মাঠে গ্রুপ ‘‌ডি’‌র শুরু খেলা হবে।

মন্তব্যসমূহ