শিলিগুড়ির তৃণমুল নেতার নির্দল প্রার্থী হবার হুংকার , মমতার সফরের মাঝেই

সুপ্রিমোর শিলিগুড়ি সফরের মাঝেই বেসুরো তৃণমূল নেতার নির্দল প্রার্থী হবার হুংকার 



 বিশেষ সংবাদদাতা,   শিলিগুড়ি, ৭ মার্চঃ তৃণমূলের তরফে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করায় আগেই মুখ খুলেছিলেন নান্টু পাল।এবার জানালেন নির্দল হয়ে তিনি দাঁড়াবেন শিলিগুড়িতে। আজ তৃণমূল সুপ্রিমোর মহা মিছিলের মাঝেই বেসুরো শিলিগুড়ির প্রভাবশালী তৃণমুল নেতা নান্টু পাল। রবিবার শিলিগুড়িতে তৃণমূলের রাজ্য নেতৃত্বদের সঙ্গে কথা হয় নান্টু পালের।সেখানে নিজের বক্তব্যও রাখেন।এরপরই সেখান থেকে বেরিয়ে নান্টু পাল বলেন, আমাকে অন্য দলে যেতে মানা করা হয়েছে।তবে সেটা আমি আলোচনা করবো বলেছি।তবে আমি নির্দলে দাঁড়াবো বলে জানিয়েছি। এদিকে নান্টু পালের বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তিনি যতই নিরদলে দাঁড়াবেন বলে জানান, আসলে তিনি তলে তলে অন্য দলের সঙ্গে যোগাযোগ করে আদতে ক্ষতি করবেন তৃণমুল্কেই। অন্যদিকে , অন্য একটি রাজনৈতিক মহলের সুত্র জানাচ্ছে যে , এই শিলিগুড়ি আসনটি বাম প্রার্থী , অশোক ভট্টাচার্যকে গিফট করল তৃণমুল। আদতে যদি ত্রি শংকু সরকার হয় , সেই সময়ে বামেদের সমর্থন পাবার জন্য রাস্তা খোলা রাখতেই এখানে বহিরাগত অচেনা প্রার্থী দিল তৃণমুল। 

মন্তব্যসমূহ