বিয়ের আসরে প্রতারক পাত্র গ্রেফতার

 পাত্রীর উপস্থিত বুদ্ধিতে বিয়ের পিড়িতেই আটক  প্রতারক পাত্র


 

শিলিগুড়ি, ৬ মার্চঃ চাকুরীজীবি পাত্র।মাসে মাইনে ৮৫০০ টাকা।কিন্তু সবটাই মিথ্যে।আর এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নেশামুক্তি কেন্দ্র থেকে ছুটি নিয়ে এসে বিয়ে করেছিল পাত্র।আর পাত্রীর পরিবার সেসব জানতে পেরেই সোজা ফোন করল পুলিশকে।পাত্রকে সোজা উঠিয়ে নিয়ে যাওয়া হয় আশিঘর ফাঁড়িতে।ঘটনা শিলিগুড়ির মধ্য শান্তিনগরের।

ফুলবাড়ির বাসিন্দা এক পাত্রীর সঙ্গে সুভাষপল্লী এলাকার বাসিন্দা শুভম মালাকারের বিয়ে হয় গতকাল।ডাবগ্রামে একটি কালিবাড়িতে এই বিয়ে হয়।মধ্য শান্তিনগরে পাত্রীর আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানও হয়।অভিযোগ, পাত্রের বাড়ির থেকে বিয়ের কথা চালাকালীন বলা হয়েছিল সে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করে।তারপরই বিয়ে ঠিক হয়।এরপর শুক্রবার বিয়ের পর পাত্রীর পরিবার জানতে পারেন শুভম মালাকার নামে ওই পাত্র নেশাসক্ত।সে নেশামুক্তি কেন্দ্রতে থাকে।এরপর শনিবার সকালে এলাকায় উত্তেজনা শুরু হয়।পাত্রীর পরিবারের তরফে আশিঘর ফাঁড়িকে ঘটনার কথা জানানো হয়।তারপরই পুলিশ গিয়ে যুবককে আটক করে।

মন্তব্যসমূহ