ভারত - বাংলাদেশ সীমান্ত এলাকায় সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের


২০ বছর অনেক আবেদনে হয় নি সেতু , ২০২১ এর বিধান সভার ভোট বয়কটের ডাক উত্তরবঙ্গের একটি গ্রামের 



কুশল দাশ গুপ্ত , রাজগঞ্জ , ৪ মার্চঃ বিভিন্ন জায়গায় আবেদন নিবেদনের পরেও তৈরি হয়নি সেতু।তাই ‘ভোট বয়কটের ডাক’ গ্রামবাসীদের।

রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া চতুরাগছ গ্রাম।সেই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ডাহুক নদী।কয়েক দশক থেকে সেতুর অভাবে সমস্যায় ভুগছেন চতুরাগছ, জুম্মাগছ,  দিলুগছ, কোয়ারবাড়ি ও নবগ্রাম গ্রামের বাসিন্দারা।বহু জায়গায় আবেদন করেছেন তারা।কিন্তু তারপরেও কোনও লাভ হয়নি।যে কারনে আসন্ন বিধানসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা।  

গ্রামবাসীরা জানান,  দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন বিভিন্ন জায়গায় আবেদন-নিবেদন করেও এই ডাহুক নদী পারাপারের জন্য সেতু তৈরি হয়নি।পাশের বিএসএফের সিপিডব্লিউডি রাস্তায় সন্ধ্যার পরে চলাচল নিষিদ্ধ।তাই সন্ধ্যার পরে কার্যত গৃহবন্দি হয়ে থাকতে হয় গ্রামের বাসিন্দাদের।

মন্তব্যসমূহ