রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন - কব্যানু \ তপন উবাচ

 

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 
 সাময়িক বিরতি আসছে ,  "তপন উবাচ"  , আজ ফিরলেন আরেক সৃষ্টি ' কাব্যানু ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির সুচনা । 

                                   কাব্যানু  


কাব্যানু  \  প্রথমা 




তপন উবাচ

বসন্ত আসবে খবর দিয়েছে
  পথ তার নেই জানা
ঝরাপাতাগুলি সাজিয়ে লিখেছি
  অভ্রম পথের ঠিকানা।

আলোকচিত্র  : তন্দ্রা চক্রবর্তী দাস  , কুচবিহার


কাব্যানু \ দ্বিতীয়া 



সারা রাত তারাগুলো ফুটে থেকে
  ভোরে যায় ঝরে
নেমে এসে ফুল হয়ে আলো দেয়
  দিনের প্রহরে।


আলোকচিত্র  : কল্পনা বন্দ্যোপাধ্যায়







মন্তব্যসমূহ