কলকাতা পুরসভার প্রশাসনিক প্রধানের পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের

 কলকাতা পৌরসভার পৌর প্রশাসন প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম



বিশেষ সংবাদদাতা, কলকাতা, 8 মার্চঃ বিরোধীরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে অনেকবার মামলা করেছেন কিন্তু তবুও নিজের পদ থেকে সরে যাননি কলকাতা পৌর নিগমের পুরো প্রশাসকের চেয়ারম্যান ফিরহাদ হাকিম । কিন্তু এবার নির্বাচন কমিশনের আইনি জটিলতা তে নিজের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন ফিরহাদ হাকিম। তার ইস্তফা দেওয়ার সাথে সাথে কলকাতায় পৌরনিগমের যে বোর্ড ছিল সেটি ভেঙে গেল এছাড়া 144 জন এর কোঅর্ডিনেটর এর পদ লুপ্ত হল। কলকাতা বন্দর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে ফিরহাদ হাকিম। তাই মনোনয়নপত্র পেশ করার আগে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক ছিল। তাই অগত্যা তিনি নিজের পদ থেকে ইস্তফা দিলেন। বিধানসভা নির্বাচনের পঁচাত্তর দিন পর কলকাতা পৌর নিগমের নির্বাচন তাই 75 দিন পর্যন্ত 144 টি ওয়ার্ড এ কোন কাউন্সিলরর বা কো-অর্ডিনেটর থাকবে না।

মন্তব্যসমূহ