উত্তরবঙ্গের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেও মমতার আক্রমণ বিজেপি'কে

 


 শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তীব্র ভাষায় আক্রমণ বিজেপি'কে 



কুশল দাশগুপ্ত ও সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৪ অক্টোবরঃ উত্তরবঙ্গে পৌঁছেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হাজির  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।শিলিগুড়ি বাঘা যতীন পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  উপস্থিতিতে ২০২১ বিশ্ব বাংলার তরফ থেকে সেরা পুজো গুলি কে পুরস্কার তুলে দেওয়া হয়। দার্জিলিং জেলার সেরা পুজোর শিরোপা  পেয়েছে শিলিগুড়ি রবীন্দ্র  সংঘ ।জাতীয় শক্তি সংঘ পাঠাগার  প্রতিমা কে সেরা প্রতিমার শিরোপা  দেওয়া হয়। দার্জিলিং জেলার সেরা মণ্ডপ এর শিরোপা তুলে দেওয়া হয় সুব্রত সংঘ শিলিগুড়ি, রথখোলা শিলিগুড়ি।

বিজয়া সম্মিলিনী হলেও বিজেপিকে আক্রমনের মঞ্চ হিসেবে ব্যবহার করেন মমতা।  বিজেপী রাজনীতি করে না নোংরা রাজনীতি করে,আজ বাঘাযতীন পার্কে মুখ্যমন্ত্রী এই ভাষায় আক্রমণ করলেন বিজেপীকে।তিনি জানালেন দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে দেশ চালাচ্ছে বিজেপী সব কিছুর মধ্যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে এই দল।এদিন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে বিজয়া সন্মিলনীতে এসে পুরষ্কার তুলে দেন শ্রেষ্ঠ পূজা কমিটিগুলোর হাতে,এদিন বিকেল সাড়ে চারটের সময় মুখ্যমন্ত্রী এসে পৌছান বাঘাযতীন পার্কের রবীন্দ্রমঞ্চে,উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন অরূপ বিশ্বাস গৌতম দেব সহ অন্যান্য নেতৃত্ব।বেশীক্ষন ভাষন না দিলেও  মুখ্যমন্ত্রীর কথায় ছিলো সবকিছুই,ইন্দ্রনীল সেন এরই মধ্যে মুখ্যমন্ত্রীর একটি গান তুলে ধরেন দর্শকদের কাছে।মাঝে ভ্যাকসিন নিয়ে গৌতম দেবের কাছে কড়া ভাষায় জিঞ্জাসা করেন মুখ্যমন্ত্রী।আজ রাত্রে উত্তরকন্যাতে থেকে কাল সকালে কার্শির্য়াং এর উদ্দেশ্যে রওয়ানা দেবেন মুখ্যমন্ত্রী,সেখানেও তিনটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।এরপরের সফর গোয়া। মমতা এক ট্যুইটে গোয়ায় সমস্ত কেন্দ্র বিরোধী দলে এক হবার বার্তা দেবেন। একটি সুত্র মারফৎ জানা যাচ্ছে যে গোয়ায় বেশ কিছু সংস্কৃতি ও রাজনৈতিক জগতের ব্যাক্তিত্ব তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। 

মন্তব্যসমূহ