রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - ত্রিমেরিক / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি
আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়। "তপন উবাচ" তে শুরু হল সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা ' ত্রিমেরিক ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
"তপন উবাচ" তে শুরু হল সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা ' ত্রিমেরিক ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।
ত্রিমেরিক / ১
তপন উবাচ
কোথায় যেন বাদ্যি বাজে তা ধিন ধিনা
কৈলাসে আজ গুজব হেবি
খোঁজ নিচ্ছেন দুর্গাদেবী
মর্ত্যে গেলে মাস্ক পরা মাস্ট কি না!
ত্রিমেরিক / ২
টবপৃথিবী আলো করে একলা-ফোটা সুন্দরী
শরীর জুড়ে রঙের ঢেউ
না-তাকিয়ে পারবে কেউ
তোর জন্য জাগতে পারি অপেক্ষাঘর শর্বরী।
আলোকচিত্র : ডা সুগত মুখার্জী
ত্রিমেরিক / ৩
ভোরঘুম ভেঙে ব্যালকনিতে কী যে দৃশ্য দেখলুম
যার-পর-নাই স্বতোল্লাসে
বিশাল এক ফ্লাওয়ার ভাসে
পদ্মরা সব উপচে আছে দিঘিটার ড্রয়িং রুম।
আলোকচিত্র : মধুমিতা মল্লিক ,বিষ্ণুপুরে তোলা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন