ডুয়ার্সে আটকে গেল হাতির দল

খাবারের খোঁজে এসে আটকে গেল হাতির দল 



 বিশেষ সংবাদদাতা , জলপাইগুড়ি , ১১ অক্টোবরঃ   ডুয়ার্সের বুকে ফের আটকে গেল হাতির দল। সোমবার সকাল থেকে খাবারের খোঁজে আসা প্রায় ১৭ থেকে ১৮ টি হাতির একটি দল ডুয়ার্সের রিয়াবাড়ি এবং কাঠালগুড়ির মাঝে আটকে পড়ে। হাতিগুলি যেখানে আটকে পড়ে, তার পাশেই লোকালয় থাকায়, এলাকাবাসীদের মধ্যে হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর  নাগাদ নদী পেরিয়ে রেতি জঙ্গলে যাচ্ছিল হাতির দলটি। কিন্তু জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের  রিয়াবাড়ি এবং কাঠালগুড়ির মাঝে হাতির দলটি পৌঁছনোর পরেই দিনের আলো ফুটে যায়। স্বাভাবিক নিয়মে সেখানেই দাঁড়িয়ে পড়ে হাতির দলটি। খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায়। হাতির দলটিকে ঘিরে পাহাড়ায় রয়েছেন বনদপ্তরের কর্মীরা। সন্ধ্যার সময় দিনের আলো চলে যেতেই, হাতির দলটিকে রেতি জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

মন্তব্যসমূহ