আজ নেপালীদের ফুলপাতি উৎসব

 মহাসপ্তমীতে নেপালীদের ফুলপাতি উৎসব , বর্ণাঢ্য শোভাযাত্রা উত্তরবঙ্গে  



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১২ অক্টোবরঃ  মহাসপ্তমী উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন মণ্ডপে চলছে সপ্তমীর পুজো । পাশাপাশি মঙ্গলবার মহা সপ্তমীর দিন প্রত্যেক বছরের মতো এবছরও গোর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে আয়োজন করা হয় ফুলপাতি উৎসবের । এদিন শিলিগুড়ির পাশাপাশি কার্শিয়াং এ ও খুব জাঁকজমক ভাবে পালন করা হয় এই উৎসব। এদিন এই উৎসবে ছোটো থেকে বড়ো সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এক মিছিলের মাধ্যমে এই উৎসবে যোগদান করে ।



ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ এলাকায় সপ্তমীর দিন গোর্খা সম্প্রদায়ের সাংষ্কৃতিক অনুষ্ঠান ফুলপাতি শোভাযাত্রা শুরু হল । প্রতিবছর মহা সপ্তমীর দিন গোর্খা সম্প্রদায়ের সাংষ্কৃতিক অনুষ্ঠান ফুলপাতি শোভাযাত্রা আয়োজিত হয় । গত বছর কোভিডের জন‍্য ফুলপাতি শোভাযাত্রার আয়োজিত হয়নি । এবছর আয়োজিত হচ্ছে ফুলপাতি শোভাযাত্রা । এদিন শোভাযাত্রাটি জয়ঁগা গোপীমোহন ময়দান থেকে শুরু হয়ে জয়ঁগার বিভিন্ন এলাকা পরিক্রমা করে । ফুলপাতি শোভাযাত্রায় অংশগ্রহণ করে জয়ঁগা ডেভলপমেন্ট অথরিটি চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ।


মন্তব্যসমূহ