তাজা বোমা উদ্ধার মালদায়

 

মালদায় এক বস্তা তাজা বোমা উদ্ধার , চাঞ্চল্য এলাকায় 



 নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৯ অক্টোবরঃ বোমা উদ্ধার কে কেন্দ্র করে গাজলের আলাল অঞ্চলের পাবনা পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জানা যায় সোমবার দুপুরে এলাকার এক জেলে নদীতে মাছ ধরতে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখেন । বস্তা দেখে তার সন্দেহ হয় তখন এলাকাবাসীকে বিষয়টি জানান তিনি । এলাকাবাসী ছুটে এসে বস্তা দেখে তাদেরও সন্দেহ হয় । তখন তারা গাজোল থানার পুলিশকে খবর দেন । খবর পেয়ে যায় গাজোল থানার পুলিশ । পরে মালদা বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় । তারা এসে বস্তা খুলে দেখতে পান অনেকগুলো বোম রয়েছে । জানা যায় ২৯ টি সকেট বোমা বস্তার ভেতরে ছিল । বোম স্কোয়াডের কর্মীরা বোমা গুলো নিষ্ক্রিয় করেন । ঘটনাস্থলে আসে পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী । এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । বোমা নিষ্ক্রিয় করার পর এলাকাবাসীর মধ্যে শান্তি ফিরে আসে । তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ ।

মন্তব্যসমূহ