পুজোয় আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

 


 অষ্টমীতে ঝিরঝিরে নবমীতে ও দশমীতে একটু বাড়াবাড়ি করতে পারে অসুর রূপী বৃষ্টি 



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ১৩ অক্টোবরঃ  আজ মহাঅষ্টমী । সকাল থেকেই মন্ডপে মন্ডপে পুস্পাঞ্জলীর পালা যেমন ছিল তেমনি ছিল কত তাড়াতাড়ি সেই পালা মিটিয়ে প্যান্ডেল ঘুরে বেড়ান যায় সেই উদ্যোগ। সেই মতই রাস্তায় নেমে পড়েছেন মানুষজন। অন্যদিকে করোনার চোখ রাঙ্গানি রয়েইছে। বেড়েছে সংক্রমণের গ্রাফ। তবুও থোড়াই কেয়ার। মানুষের আতংকের কারণ আবহাওয়ার আগাম বার্তা। ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি অসুরের থাবা আগামী দুদিন আরো বাড়তে পারে তাঁর তান্ডব।  তবে, রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নবমীতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমীতেও।

আলিপুর আবহাওয়া দফতর যে বার্তা দিয়েছে , তাতে তারা জানিয়েছেন  , পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজ বুধবার সেই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। ভিজবে তিলোত্তমা ও সংলগ্ন জেলাগুলিও। তবে, এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না।

মন্তব্যসমূহ

  1. Babylon Jackpots is all the fun of Cashman Bingo, Egyptian fashion. Give the famous Big Wheel a spin for credit or jackpots, including the prospect for the Grand Jackpot. When you land a bingo image, it is moved to the basic bingo card 에볼루션카지노 and held till at least of|no much less than} one line is hit. And whenever you hit three or more Free Game symbols, it triggers Free Games with wild multipliers. Enjoy the Pharaohs in this thrilling, basic bingo experience.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন