বেহালার দিন প্রতিদিন দুর্গা পুজো বিশেষ - সংসার সীমান্তের মানুষদের লড়াইয়ে জিত , সোনাগাছির নিষিদ্ধ পল্লীর দুর্গা পুজোর আয়োজন , সেই লড়াই এর কথা নিয়ে একটি তথ্য চিত্র

বিশেষ তথ্যচিত্র 

কলকাতার সোনাগাছির সংসার সীমান্তের বাসিন্দারা আর দেবেন না মাতৃ মূর্তি তৈরিতে তাঁদের চৌকাঠের মাটি , মৃন্ময়ীর আরাধনার প্রাক্কালে আগাম অন্য প্রতিবাদ তাঁদের ,  এক অসম লড়াই জিতে নিজেরাই করছেন মাতৃ আরাধনা 





সৌমাগ্নি দাস , কলকাতা ,৩ অক্টোবরঃ দেবীর মর্তে আগমণের আর মাত্র হাতে গোনা কয়েক দিন। দেবী আসেন । আমরা এই কয়েকটা দিন মায়ের সঙ্গে অনেক আনন্দ করে কাটাই। কিন্তু আমাদের সমাজের হয়েও সংসার সীমান্তে থাকা দুর্গা , লক্ষ্মীরা এই আনন্দ থেকে অনেকটাই দূরে। আমাদের সমাজে এরা সবাই পুরুষের আদিম রিপুর ধারক হয়ে একটি বিশেষ নামে পরিচিত। গণিকার পরিচয়ে এদের প্রবেশাধিকার আজো নেই অনেক পুজো মন্ডপে। অথচ এদের চৌকাঠের সামান্য মাটি দিয়েই হয় মা দুর্গার মৃন্ময়ী রুপের প্রকাশ।  এবছর মধ্য কলকাতার এই সংসার সীমান্তের মানে সোনাগাছির সেই প্রান্তিক দুর্গারা প্রতিবাদের সুরে বলেছেন , আর তারা দেবেন না তাঁদের চৌকাঠের মাটি। তাঁদের সুরে সুর মিলিয়েছে গোটা রাজ্যের প্রান্তিক নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা। এইভাবেই তারা লড়াই করেছিলেন তাঁদের পাড়ায় , মানে সোনাগাছিতে দুর্গার আরাধনার। সেই লড়াই জিতেছেন সোনাগাছির দুর্গারা। দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেই দুর্গারা আয়োজন করেন দুর্গা পুজোর । সেদিনের সেই লড়াই , কেমন লড়েছিলেন সেটা দেখে নেওয়া যাক। 










 

মন্তব্যসমূহ