চুরির অপবাদ , আদিবাসী শিক্ষককে মারধোর , অভিযোগের জেরে আটক তৃণমূল নেতা

 


 চোর অপবাদ দিয়ে এক আদিবাসী শিক্ষককে মারধর, অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করলো ইংরেজ বাজার থানার পুলিশ



নিজস্ব সংবাদদাতা , মালদা, ২৫ অক্টোবরঃ সাইকেল চোর অপবাদ দিয়ে এক আদিবাসী শিক্ষককে মারধোরের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তথা ইংরেজবাজার পুরসভার ৩ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার পরিতোষ চৌধুরিকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ।  আজ তাকে মালদা টাউন স্টেশন থেকে গেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার করার পরই এদিন তাকে মালদা জেলা আদালতে পেশ করে, চারদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাসের ১৭ তারিখ রাতে সাইকেল চুরির অপবাদ দিয়ে সুদীপ টুডু নামে এক আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পরিতোষ চৌধুরির বিরুদ্ধে। তাকে গ্রেফতারির দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মালদা, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বহু আদিবাসী সংগঠন। এরপরই চাপে পড়ে আদিবাসী ওই শিক্ষককে মারধরের ঘটনায়, মূল অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারে উদ্যোগ নেয় ইংরেজ বাজার থানার পুলিশ।

মন্তব্যসমূহ