কলকাতায় অচিরেই ই অটো

 

পরিবেশ রক্ষায় এবার রাজ্যের শহরের রাস্তায় ই-অটো রিক্সা 



 বিশেষ প্রতিনিধি , কলকাতা , ৪ অক্টোবরঃ বেশ কয়েক বছর ধরেই কলকাতার পরিবেশ দূষণের মাত্রা চিন্তার ভাঁজ ফেলেছে পরিবেশ প্রেমী থেকে প্রশাসন , সবার কাছেই। ইতিমধ্যেই শহর কলকাতা থেকে বিদায় নিয়েছে পেট্রোল ও ডিজেল চালিত অটো রিক্সা। সে জায়গায় এসেছে সি এন জি বা গ্যাস চালিত অটো। এবার এগুলির বিদায় আসন্ন। শহর কলকাতায় নামতে চলেছে ই অটো। কয়েকদিন আগেই রাজ্যের পরিবহন মন্ত্রী বেশ কয়েকটি ই বাস চালু করেছিলেন। আর তা নিজেও চালিয়ে ছিলেন।  কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহর গুলোতে ই পরিবহন এর দিকে জোর দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের মানুষ যাতে ই পরিবহনের দিকে ঝোঁক দেয় সেই বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে । প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন প্রান্তে অটো চলাচল করতে দেখা যায়। বারবার অভিযোগ ওঠে অটো থেকে দূষণ বারে । এইবার পুরনো জ্বালানির অটো পরিহার করে ই অটোর উপর বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। শহর কলকাতার রাস্তায় খুব দ্রুত নামতে চলেছে ই অটো। এইজন্য শহর জুড়ে বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক চার্জিং মেশিন বসানো হয়েছে। খুব তাড়াতাড়ি অটো ইউনিয়নের সদস্যদের সঙ্গে এক বৈঠকে বসতে চলেছে পরিবহন দপ্তরের আধিকারিকরা। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম নিজেও ই অটোর মডেল দেখেছেন । দিল্লি থেকেও কলকাতার এই উদ্যোগকে প্রশংসা জানানো হয়েছে।

মন্তব্যসমূহ