বেহালার দিন প্রতিদিন এর পাঠকদের শুভেচ্ছা জানালেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়

 শুভ বিঁজয়ার শুভেচ্ছা 

বেহালার দিন প্রতিদিন এর সমস্ত পাঠককে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় 


তপন উবাচ

সকাল থেকে মনটা খারাপ বিসর্জনের বাদ্যি বাজে
বাজছে কাঁসি বিষাদ সুরে কিছুই ভালো লাগে না যে
তবুও যাই ঘুরঘুর করি, হোক রোদ্দুর বেজায় কড়া
সারসার বসে কলাপাতায় পান্তাভাত আর তালের বড়া
দর্পণ যেই ভাসল জলে অমনি সাজো সাজো রবে
বলছে সবাই, বিদায় মাগো, আসছে বছর আবার হবে।

কারুকাজ : স্বাগতা বণিক

বিজয়াদশমীর শুভেচ্ছা

মন্তব্যসমূহ