রবিবার থেকে আবার লোকাল ট্রেন

 আগামী রবিবার রাজ্যে আবার  চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা



সজল দাশগুপ্ত , কলকাতা , ২৯ অক্টোবরঃ অবশেষে  নিত্য রেলযাত্রীদের জন্য সুখবর , আগামী  ৩১ শে অক্টোবর থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে। গত মে মাস থেকে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির কারণে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান , রাজ্য সরকারের নির্দেশ মতো লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। আবার রাজ্য সরকারের নির্দেশ মত আগামী রবিবার থেকে রাজ্যজুড়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে। আগামী শনিবার দিন রাজ্যের বেশ কিছু জায়গায় উপনির্বাচন রয়েছে। তারপরের দিন থেকেই  চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা । লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার খবর পেয়ে খুশির হাওয়া নিত্যযাত্রীদের মধ্যে। এদিকে রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচনের আগে এহেন একটি ঘোষণা কেন করলেন রাজ্যের প্রশাসনের মাথারা , সেটা নিয়ে ভিতর ভিতর শুরু হয়েছে চাপান উতোর। কেননা এই বিষয়টি নির্বাচনে হয়ত প্রভাব পড়লেও ,পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । অন্যদিকে অনেকে মনে করছেন এই ৫০ শতাংশের ব্যাপারটা কে দেখবে ? বাস যখন চালু করা হল , সেখানে এরকম একটি বিষয় প্রশাসনের তরফে বলা হয়েছিল । য়ার বাস্তবে বাদুরঝোলা ভিড় বাসে। ফলে এখন আবার উর্ধ মুখী করোনা গ্রাফ , সেখানে এই লোকাল ট্রেন পরিষেবা কোন প্রভাব ফেলবে না তো ? এটাই আশঙ্কা সাধারণ মানুষের মনে। 

মন্তব্যসমূহ