পুজোর মণ্ডপের থিমে দশভূজা মমতার ত্রিপুরা দখলের বার্তা
বিশেষ সংবাদদাতা , শিলিগুড়ি , ১৪ অক্টোবরঃ কলকাতা ছাড়িয়ে উত্তরবঙ্গেও পুজো মমতাময়। পুজোর থিমে , কলকাতার মত এখানেও মণ্ডপে দশ ভুজা মমতা। দশ হাতে নানা প্রকল্প। সঙ্গে ত্রিপুরা দখলের কথা। মাঠের মাঝখানে ফুটবলাকৃতির মণ্ডপে দশভূজা মমতাকে কেন্দ্র করে সাজানো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রূপে আরও মূর্তি । এমনকি রয়েছে হুইল চেয়ারে ভাঙ্গা পায়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ডপ জুড়ে সাজানো হয়েছে ত্রিপুরায় খেলা হবে । মমতার দশ হাতে সাজানো রয়েছে বিভিন্ন প্রকল্পের। এই থিম এবারে হরিশ্চন্দ্রপুরবাসীর প্রশংসা কুড়িয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন