অমিত শা পাহাড় নিয়ে বৈঠকে

 

রাজ্যের পাহাড় ইস্যু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে অমিত শা 


বিশেষ সংবাদদাতা , নয়াদিল্লী , ১৩ অক্টবরঃ  দূর্গা পূজার মধ্যে পাহাড় ইস্যু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। মঙ্গলবার দিন নিজের দপ্তরে সংক্ষিপ্তভাবে একটি ত্রিপক্ষীয় বৈঠক করেন। অমিত শা দপ্তর থেকে জানানো হয়েছে পুজোর পরে বড় ধরনের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে তাঁর দপ্তরে।

মঙ্গলবার দিন অনুষ্ঠিত হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন গোর্খা প্রতিনিধি হয়ে বিজেপি সংসদ রাজু বিস্ত , এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। জন বারলা অনুরোধ জানান যেনো  এগারোটি তপশিলি ভাষাকে স্বীকৃতি দেওয়ার। এছাড়া বিজেপি সংসদ রাজু বিস্ত পাহাড়ের সমস্যাগুলি এ বৈঠকে তুলে ধরেন। এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দুর্গাপূজো শেষ হলেই আরো একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এর দপ্তরে।

মন্তব্যসমূহ