পুজোয় পথে নারী নিরাপত্তায় তেজস্বিনী বাহিনী

পুজোয় শিলিগুড়িতে নারী সুরক্ষায় পথে পুলিশের "তেজস্বিনী বাহিনী " 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৩ অক্টোবরঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং শিলিগুড়ি পুর নিগমের সহযোগিতায় শিলিগুড়ি শহরের মহিলাদের সুরক্ষায়, মহিলা পুলিশ দ্বারা গঠিত হলো 'তেজস্বিনী বাহিনী' ।

মহিলাদের সুরক্ষায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এই এই বাহিনী কাজ করবে শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকাজুড়ে।মহিলারা যেভাবে রাস্তাঘাটে পুরুষের দ্বারা লাঞ্চিত হচ্ছেন তাতে দিনের পর দিন চিন্তা বেড়েই চলেছে।কিভাবে কর্মরতা মহিলাদের সুরক্ষা দিতে পারা যায় সেটা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিলো।অবশেষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্দোগে সেই উদ্দেশ্য সফল হল।আমি তাদের এই চেষ্টাকে সাধুবাদ জানাই জানালেন গৌতম দেব।এবার থেকে রাস্তায় মহিলাদের কোন সমস্যা হলেই এগিয়ে আসবে এই বাহিনী।তাদের সুবিধার জন্য একটি মোবাইল নং দেওয়া হবে।যেটাতে ফোন করলেই সহজেই ওই বাহিনী চলে আসবে।এই খবরে খুশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষও।তিনি জানালেন এতে এই পূজোর সময় মহিলারা নিশ্চিত মনে পূজোতে ঘুরতে পারবে।খুশি শিলিগুড়ির অন্যান্য রাজনৈতিক দলের মহিলা সদস্যরা।তারা জানালেন এতে উপকার সব সব মহিলাদেরই।কারন এই জায়গাতে কোন রাজনীতি কাজ করবে না।

মন্তব্যসমূহ