সিকিমে বোতলে ভরা পানীয় জল আর ব্যবহার করা যাবেনা

 সিকিমে বোতল বন্দি পানীয় জল আর নয় 



বিশেষ প্রতিনিধি , সিকিম , ৪ অক্টোবরঃ  প্রতিবেশী রাজ্য সিকিমে বোতলবন্দী জল এর ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে। আগামী বছর পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম লাগু হবে সিকিমে। উত্তর সিকিম এলাকায় এখন থেকেই বোতলবন্দী জল এর ব্যবহার বন্ধ হয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী জানান সিকিমে পানীয় জল পরিশ্রুত পাওয়া যায়। এছাড়া সিকিম প্রাকৃতিক  সম্পদে সমৃদ্ধ একটি রাজ্য।

প্রসঙ্গত আগামী বছর পয়লা জানুয়ারি থেকে পর্যটকরা সিকিমের প্লাস্টিকের জলের বোতল এর  ব্যবহার করতে পারবে না । সিকিম মুখ্যমন্ত্রী জানান পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ