স্ত্রীর মর্যাদার দাবিতে সিভিক ভলান্টিয়ারের ধর্ণা শিক্ষক প্রেমিকের বাড়ির সামনে

 বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে স্ত্রীর মর্যাদা দাবিতে শিক্ষক প্রেমিকের বাড়ির সামনে ধর্না সিভিক ভলান্টিয়ারের  



নিজস্ব সংবাদদাতা , মালদা , ১ নভেম্বরঃ স্ত্রীর মর্যাদার দাবিতে এক শিক্ষক প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকা সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজোল থানার অন্তর্গত হরিদাস গ্রামে। প্রেমিকার অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাস করে এখন বিয়ে করতে অস্বীকার করছে প্রেমিক। এমনকি টাকা নিয়ে প্রেমিককে ছেড়ে দেওয়ারও অভিযোগ তুলেছেন প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষকের পরিবার। পরে পুলিশ এসে ধর্ণায় বসা প্রেমিকাকে থানায় নিয়ে যায় গাজোল থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক পলাতক। 
গত ২ বছর আগে ফেসবুকে পরিচয় হয় গাজোল থানার এক সিভিক ভলান্টিয়ার সীমা বিশ্বাসের সাথে বামনগোলা ব্লকের দহিল হাইস্কুলের শিক্ষক উৎপল সরকারের। বন্ধুত্বের সম্পর্ক ক্রমে ভালবাসার সম্পর্কে পরিনত হয় বলে দাবী সীমা বিশ্বাসের। সীমা বিশ্বাসের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষক তার সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাস করেছে। এরপরই বিয়ের কথা বলতেই ওই শিক্ষক তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে। অবশেষে তাকে বিয়ে করতে অস্বীকার করে হাইস্কুল শিক্ষক উৎপল সরকার। সেই সঙ্গে তাঁর সাথে সবরকমভাবে যোগাযোগ বন্ধ করে দেয় ওই প্রেমিক শিক্ষক। তাঁর সাথে বারংবার চেষ্টার পরও যোগাযোগ করতে না
পাড়ায় সোমবার সকালে সীমা প্রেমিকের খোঁজে চলে যান হরিদাস গ্রামের উৎপলের বাড়িতে। সেখানেই ধর্নায় বসে পড়েন স্ত্রীর মর্যাদার দাবীতে। সীমা বিশ্বাসের বক্তব্য, থানা পুলিশ নয়, তিনি চান তাঁর প্রেমিকের সাথে সংসার করতে। 
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা সিভিক ভলান্টিয়ারদের নিয়ে হাজির হয় গাজোল থানার পুলিশ। পুলিশ এসে সেখান থেকে জোর করে সীমা বিশ্বাসকে তুলে থানায় নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশের এই ভূমিকায় রীতিমতো অসন্তোষ ছড়িয়েছে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার ও তার
পরিবারের মধ্যে। তাঁদের দাবী, প্রেমিক হাইস্কুল শিক্ষক উৎপল সরকারকে উপযুক্ত শাস্তি না দিয়ে পাল্টা পুলিশ ধর্নায় বসা মহিলা সিভিক ভলেন্টিয়ারকে তুলে নিয়ে এলো। যদিও এই ঘটনায় ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার হাইস্কুল শিক্ষক উৎপল সরকারের বিরুদ্ধে গাজোল থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক বিষয়ে অভিযোগ দায়ের করেছে বলে সূত্রের খবর।
অন্যদিকে প্রেমিকের মা জানান, তিনি তাঁর ছেলের মুখ থেকে শুনেছেন ওই সিভিক ভলান্টিয়ারের সাথে তার ছেলের শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

মন্তব্যসমূহ