শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে জখম পুলিশ , জলপাইগুড়ি ষ্টেশনের ঘটনা

 

রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত ষ্টেশন চত্বর , থামাতে গিয়ে গুরুতর আহত পুলিশ 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ১ নভেম্বরঃ ফের নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে উত্তেজনা । গোষ্ঠী সংঘর্ষে নাজেহাল স্থানীয়রা । সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে আই এন টি টি ইউ সি পরিচালিত ট্রাক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে । লাঠি নিয়ে শুরু হয় মারামারি । খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে মারামারি থামাতে গিয়ে গুরুতর আহত হন এক পুলিশ কর্মী ।

দুই গোষ্ঠীর মারপিট থামাতে গিয়ে লাঠির ঘায়ে তার হাত ফেটে রক্ত বের হতে থাকে । পুলিশের সামনেই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সদস্যদের লাঠি দিয়ে বেধম মারতে থাকে । আহত পুলিশ কর্মী শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন । এলাকা এখনও থমথমে।

মন্তব্যসমূহ