রেশন ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবার দাবি উঠল উত্তরবঙ্গে

 

রেশন ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে স্মারকলিপি জলপাইগুড়িতে 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২২ নভেম্বরঃ  দীর্ঘদিন   ধরে চলে আসা রেশন ব্যবস্থা বহাল রাখার দাবিতে সোমবার জলপাইগুড়ি জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরে স্মারকলিপি প্রদান করা হল পুরসভার ১২,১৪ ও ২৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের তরফ থেকে। তাদের অভিযোগ, দুয়ারে রেশন ব্যাবস্থা চালু করায় সাধারণ মানুষকে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।২৪নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অম্লান মুন্সী বলেন, “অবিলম্বে প্রকৃত অর্থে মানুষের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে হবে। কখনোই খোলা আকাশের নিচে পাড়ার মোড় থেকে রেশন সরবরাহ করা চলবে না। বাংলার মানুষ রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে অভ্যস্ত। বাংলার কোন প্রান্ত থেকেই দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কোন দাবি করা হয়নি। শুধুমাত্র অন্য রাজ্যকে নকল করতে গিয়েই মুখ্যমন্ত্রী যেভাবে একটি তুঘলকি সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দিয়েছেন তা গণতন্ত্র বিরোধী। তাই মানুষের কাছে ক্ষমা চেয়ে এই সিদ্ধান্ত প্রত‍্যাহার করে রেশন ব‍্যবস্থাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।

মন্তব্যসমূহ