দুঃস্থদের মশারি ও কম্বল দিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই পুলিশ ও প্রশাসনের

 

ডেঙ্গুর প্রকোপ কমাতে উত্তরবঙ্গে দুঃস্থদের  কম্বল ও মাশারি বিতরণ পুলিশ ও প্রশাসনের 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২১ নভেম্বরঃ  জলপাইগুড়ি জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে  বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়েছে জেলার চা বাগান অধ্যুষিত এলাকায়। তাই এই এলাকাগুলোতে ডেঙ্গুর প্রকোপ কমাতে সাধারণ মানুষকে সচেতনতার কাজ শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে রবিবার দুঃস্থ চা বাগান শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো মশারি ও কম্বল। এদিন জলপাইগুড়ির শিকারপুর চা বাগানের দু:স্থ্ শ্রমিক পরিবারের মধ্যে রাজগঞ্জ থানার অধীন বেলাকোবা ফাঁড়ির পক্ষ থেকে বিতরণ করা হয় মশারি এবং কম্বল। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক খগেশ্বর রায় ।  জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি  উত্তরা বর্মন, রাজগঞ্জ থানার আইসি  পিনাকী সরকার সহ এলাকার সাধারণ মানুষ।প্রত্যেকেই খুব খুশি এই পদক্ষেপে।সবাই জানিয়েছেন গরীব মানুষের কথা ভেবে পুলিশের এই পদক্ষেপ সত্যি সত্যি মনে রেখে দেবার মতনই।তাদের দেখেই হয়ত আমাদের মধ্যে থেকেই অনেকেই গরীব মানুষদের কথা চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাবেন।মশারি এবং কম্বল পেয়ে খুশি গরীব মানুষদের মধ্যে একজন জানালেন এই শীত এলেই আমাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ত,পুলিশের এই ভালো পদক্ষেপ নেওয়ার ফলে আর কিছু হোক বা না হোক রাতে একটু আরাম পাবে । 

মন্তব্যসমূহ