জলপাইগুড়িতে কালীপূজোর প্যান্ডেলে আগুন , অল্পের জন্য রক্ষা স্কুল
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ৮ নভেম্বরঃ অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি যুব মঞ্চের কালী পূজোর প্যান্ডেল, পাশাপাশি রক্ষা পেল জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলও। গত ২৯ বছর ধরে জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলে শহরের অন্যতম বিগ বাজেটের কালী পূজো করে আসছে জলপাইগুড়ি যুব মঞ্চ। এই পুজো জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন পুরপিতা তথা তৃণমূল নেতা মোহন বোসের পূজো নামেও পরিচিত। সোমবার সকাল ৬.৩০টা নাগাদ প্যান্ডেলের পিছনের দিকে থাকা ফ্ল্যাটের লোকেরা দেখতে পান প্যান্ডেলে পিছন দিকে আগুন লেগেছে। সাথে সাথে তারা দমকল দপ্তরে খবর দিলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দমকল সূত্রে জানা গেছে, সর্ট সার্কিটের কারনে আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন