ছট পুজোর শুরু জলপাইগুড়িতে

 

ছট পুজোর সুচনা জলপাইগুড়িতে 


নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ৮ নভেম্বরঃ  কলস যাত্রার মধ্যে দিয়ে ছট পুজোর সূচনা হল জলপাইগুড়িতে। কালী পূজো মিটতেই ছট পুজোর প্রস্তুতি শুরু করে দিল ভক্তের দল। এদিন জলপাইগুড়ি কামারপাড়া ছট পূজো কমিটির পক্ষ থেকে কলস যাত্রার মাধ্যমে পুজোর সূচনা করেন কমিটির সদস্যরা। কলস যাত্রা উপলক্ষে সোমবার সকালে এক অন্য ছবি দেখা যায় জলপাইগুড়ি শহরে। একদল ভক্ত ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করতে থাকে এবং একই সাথে অন্য একটি দল রাস্তা ধুঁয়ে দেওয়ার পর মহিলারা মাথায় কলস নিয়ে ওই রাস্তা দিয়ে যাত্রা করেন। এইভাবেই গোটা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রাটি। গতবছর করোনার জন্য শোভাযাত্রা করার সুযোগ পায়নি কমিটি। এবারে করোনার প্রকোপ কম থাকায়

কলসযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের শোভাযাত্রায় অংশ গ্রহন করেন জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো এবং অন্যান্যরা।

মন্তব্যসমূহ