বাইশ গজে ফিরছেন যুবরাজ

 

আবার বাইশ গজে যুবরাজ 



সজল দাশগুপ্ত , কলকাতা , ২ নভেম্বরঃ      ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের আবার প্রত্যাবর্তন হতে চলেছে । যুবরাজ সিং এমনটাই ইঙ্গিত দিয়েছেন অবসর ভেঙে তিনি আবার ক্রিকেট দুনিয়ায় ফিরতে চলেছেন । যুবরাজ সিং এর গুড ফিনিশার বলে একটা খ্যাতি রয়েছে । ভারত কে  বহু হেরে হওয়া ম্যাচ  জিতেছেন তিনি । অসামান্য ব্যাটিংয়ের সাথে দুর্দান্ত বোলিং করতেন যুবরাজ। ভারতের ২০১১  বিশ্বকাপ জয়ের সদস্য ছিলেন তিনি । ২০১১ সালে যুবরাজ সিংয়ের কাঁধে ভর দিয়ে ভারত বিশ্বকাপ জিতেছিল । এরপর তার শরীরে মারণ ক্যান্সার রোগ বাসা করে। কিন্তু অসম্ভব মনের জোরে মারণ রোগ কে হারিয়ে মাঠে ফেরেন যুবরাজ। যুবরাজ সিংয়ের মনের জোর পাহাড়ের সমান উঁচু। সত্যি তার পক্ষেই সম্ভব । যুবরাজ সিং তার অনুগামীদের উদ্দেশ্যে জানিয়েছেন তাদের কথা ভেবে তিনি আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন । খুব সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাইশ গজে ফিরতে চলেছেন তিনি।

মন্তব্যসমূহ