পুলিশি অভিযানে অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক

অবৈধ কয়লা পাচার রুখতে কড়া ব্যবস্থা উত্তরবঙ্গে  , আটক ট্রাক 




 নিজস্ব সংবাদদাতা , উত্তর দিনাজপুর , ১৫ নভেম্বরঃ অবৈধ কয়লা পাচার রুখতে পুলিশের অভিযান অব্যাহত। গত তিন দিনে ২৬ টি কয়লা বোঝাই লরি আটক করেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার পুলিশ। 
এই ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে সোনাপুর চেকপোষ্টে নাকা চেকিং চলাকালীন বেআইনি কয়লা বোঝাই ২৬টি লরি আটক করা হয়েছে।
অন্যদিকে লরি চালকদের দাবী, লরিতে কয়লা নয় কার্বন মজুদ রয়েছে। এবং সমস্ত কাগজ পত্র বৈধ থাকা সত্বেও পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, এমনটাই অভিযোগ করেছেন লরির চালকরা। পুলিশের পক্ষ থেকে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

মন্তব্যসমূহ