স্বল্প খরচে দার্জিলিং

 

চলুন শীতে স্বল্প খরচে  ঘুরে আসি দার্জিলিং 



সজল দাশগুপ্ত , দার্জিলিং , ১৫ নভেম্বরঃ  শীতকালের পাহাড়ে ভ্রমণ মানে দার্জিলিং, খুব অল্প খরচে দার্জিলিং ভ্রমণের স্বাদই আলাদা। দার্জিলিং ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলে বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত। অপরূপ প্রাকৃতিক শোভা মনমুগ্ধকর পরিবেশ সবকিছু মিলিয়ে এক নস্টালজিক প্রিয়া কাজ করেন মানুষের মধ্যে। তাই শীতে ভ্রমণপিপাসুদের কাছে দার্জিলিং ভ্রমণ সবচেয়ে বেশি উৎসাহ ও আনন্দের।
করোনা  পরিস্থিতির মধ্যে গত প্রায় দু'বছর ধরে কাটাচ্ছে মানুষ, তাই পকেটের অবস্থা কারোর ভালো নয়। সুতরাং অল্প খরচের মধ্যে দার্জিলিং ভ্রমণ ভ্রমণপিপাসুদের কাছে লাভ দায়ক।
৭০০০ থেকে ৭৫০০ মাথাপিছু লাগে দার্জিলিং যেতে। শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিং থেকে শিলিগুড়ি মোট খরচ ৭৫০ টাকা। দার্জিলিং এর রাজকীয় হোটেল পরিহার করা ভালো , টাকা বাঁচবে। দার্জিলিংয়ের হোম গুলিতে স্টে করলে তিন দিনের খরচ পড়ে ৩০০০ টাকা মাথাপিছু। খাওয়ার খরচ এমন কিছু বেশি নয় ৫৫০ টাকা মাথাপিছু। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখবার জন্য গাড়ি ভাড়া ৮০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তাই ভ্রমণ পিপাসুদের কাছে দার্জিলিং বরাবরই ভ্রমণের সেরা জায়গা।

মন্তব্যসমূহ