দ্রুত গতিতে চলছে কাজ , ২০২৩ এর মার্চেই ট্রেন চলবে সেবক রংপো রুটে

 

২০২৩ টার্গেট , ট্রেন চলবে সেবক- রংপো রুটে 


কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২২ নভেম্বরঃ  আগামী ২০২৩ সালের মার্চের মধ্যেই সেবক-রংপো সুড়ঙ্গপথে রেল চলাচল শুরু করতে চায় ভারতীয় রেল। সেই লক্ষ্যমাত্রা নিয়েই যুদ্ধকালীন তৎপরতায় দূর্গম পাহাড়ে রেলপথ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে রেল দফতর। সোমবার সেই রেলপথ নির্মানকাজ পরিদর্শনে এলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানবে। এদিন তিনি দুপুরে রেল দফতরের পদস্থ কর্তাদের নিয়ে সেবক রংপো রেল পথ নির্মানকাজ দেখতে সেবকে যান রেল প্রতিমন্ত্রী। এদিন তিনি মোবাইলের মাধ্যমে সুড়ঙপথের কাজ দেখে সন্তোষপ্রকাশ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানবে বলেন, নানান রকম প্রতিকূলতা, প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা "করেই এই সুড়ঙ্গ রেলপথ নির্মান হচ্ছে দেশের প্রয়োজনে। এর নির্মান কাজ শেষের যে লখ্যমাত্রা ছিল, তার আগেই নির্মাঙ্কাজ শেষ করতে বদ্ধপরিকর তারা। তিনি আশাবাদী ২০২৩ এর মার্চের মধ্যেই এই সুড়ঙ্গপথে সেবক রংপোর মধ্যে রেল চলাচল শুরু হবে। এই রেল প্রকল্পের কাজ সম্পন্ন হলে সিকিমের অর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হবে। সিকিমের বাসিন্দারা সহজেই রেলপথকে ব্যবহার করে পণ্য সামগ্রী আদান-প্রদান করতে পারবে এবং তাতে আমরা সবাই উপকৃত হব।সিকিমের মানুষ বহুদিন থেকেই এই দিনটির জন্য অপেক্ষা করে আছেন,তাই সবচাইতে আনন্দ তাদেরই হবার কথা।রাওসাহেব পাতিল আরো জানালেন আগামী দু থেকে পাচ বছরের মধ্যে ভারতের সঙ্গে সিকিমের একটা আলাদা সম্পর্ক তৈরী হবে,এই রেলপথের কারনে এবং তাতে সব মানুষই উপকার পাবেন।আর এতে বাড়বে পর্যটন ব্যাবসা,আর বাড়বে পর্যটন শিল্প।বাড়বে কর্মসংস্থান উপকৃত হবে বহু বেকার যুবক এবং যুবতীরা।জানালেন রাওসাহেব পাতিল।তিনি আরো জানালেন আগামী দিনে এই পথ আরো খুলে যাবে এবং নানা জায়গাতে থেকে মানুষ সহজেই সিকিম যাতায়াত করতে পারবেন বলে জানান রেলমন্ত্রী।

মন্তব্যসমূহ