অসুস্থ বাবাকে নিয়ে ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে হাসপাতালে নিয়ে আসা সেই মেয়ে ডাক পেল জাতীয় সাইকেলিং এর ট্রায়ালে

 ১২০০ কিলোমিটার সাইকেলে করে অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে আসা  মেয়ে ডাক পেল জাতীয় সাইকেলিং ট্রায়ালে  



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ১৬ নভেম্বর   নিজের  অসুস্থ বাবাকে সাইকেলের পেছনে বসিয়ে ১২০০ কিলোমিটার পথ পেরিয়ে গন্তব্যস্থলে পৌঁছেয় বিহারের এক কিশোরী । লকডাউন এর সময় এই ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এরকম মনে জোর ও সাহসিকতার জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছে সে । এর স্বীকৃতিও পেয়েছে সে। ভারতের রাষ্ট্রীয় সাইকেল সংস্থা সাম্প্রতি সাইকেলিং ট্রায়ালে ওই কিশোরীকে ডেকেছে। 
লকডাউন এর সময় বিভিন্ন ঘটনা ঘটেছে । কিন্তু সমস্ত ঘটনার মধ্যে নিজেও অসুস্থ বাবাকে সাইকেলের পেছনে বসিয়ে বারোশো কিলোমিটার অতিক্রম করা সবথেকে উল্লেখযোগ্য।
করোনা  ভাইরাসের কারণে লকডাউন পিরিয়ডে গুরগাঁওয়ে আটকে পড়ে কিশোরী ও তার বাবা। পরিস্থিতি বেগতিক দেখে নিজেও অসুস্থ বাবাকে সাইকেলের পেছনে বসিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় সে। সাইকেলিং সংস্থা জানিয়েছে লকডাউন উঠে গেলে রাজধানী দিল্লিতে ট্রায়াল অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ