উচ্ছাসে ভাসল স্কুল প্রাঙ্গন , ২০ মাস পর রাজ্যে খুলে গেল স্কুল

 

রাজ্যে খুলে গেল স্কুল , শুরু পঠন পাঠন  


বিশেষ প্রতিনিধি , কলকাতা ও জলপাইগুড়ি , ১৬ নভেম্বরঃ করোনার জেরে প্রায় ২০ মাস বন্ধ থাকার পর ফের রাজ্যের সব জায়গায় খুলে গেল স্কুল । কলকাতায় একেবারে  সকাল থেকেই অপেক্ষা করেছে ছাত্রছাত্রীরা । নিজেদের বন্ধুদের অনেকদিন পর কাছে পাওয়ায় আত্মহারা এই সব  ছাত্রছাত্রীরা । কলকাতা থেকে  জলপাইগুড়ি শহরে খুলে গেল স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এতদিন পঠনপাঠন চলছিল অনলাইনে। কিন্তু তৃতীয় ঢেউয়ের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার থেকে খুলে গেল স্কুলগুলি। তবে কোভিড বিধি মানতে মাস্ক ও সামাজিক দুরত্ব উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে প্রত্যেক স্কুল ইতিমধ্যে মেরামতির ও পরিস্কার পরিচ্ছন্ন এছাড়া জীবাণুমুক্ত করা হয়েছে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে। বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী আগের মতো টিফিনের সময় খেলাধুলা করতে পারবে না ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের মনোবল বাড়াতে স্কুল গুলি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে জানা গিয়েছে। নবম ও একাদশ শ্রেণি ক্লাস শুরু হবে ৯.৩০ মিনিটে ও দশম ও দ্বাদশ শ্রেণি ক্লাস শুরু হবে ১০.৩০ মিনিটে। এদিকে বিভিন্ন স্কুলে খোঁজ নিতে জানা যায় , আপাততঃ পুরো স্কুল হবে। আর হাইব্রিড পদ্ধতিতেও ক্লাশ চলবে। অর্থাৎ অফ-লাইন ও অন লাইন দু ভাবেই চলবে ক্লাশ। এদিন আরো জানা গেছে , অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে কাউকে জোর করে স্কুলে  আনা হবে না।  

মন্তব্যসমূহ