দোকানের ভিতর ব্যবসায়ীর নিথর দেহ ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১০ নভেম্বরঃ শিলিগুড়িতে দোকানের ভিতর থেকে ব্যবসায়ীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শিলিগুড়ির NTS মোড় সংলগ্ন এলাকায় শ্রী স্বামীজি জুয়েলার্সের মালিক তপন পাল (৫৫) বুধবার সকালে নিজের দোকানে এসে দোকান খোলেন। এরপর পুনরায় তিনি ভেতরে গিয়ে দোকান বন্ধ করে দেন। দোকান বন্ধ দেখে আশেপাশে ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা বাড়িতে খবর দেন। খবর পেয়ে মৃতের ছেলে ঘটনাস্থলে পৌঁছে দোকান খুলে ভিতরে গিয়ে দেখে তার বাবা দেয়ালের দিকে মুখ করে বসে রয়েছেন। ডাকাডাকি করার পর কোন উত্তর না পাওয়ায় তার সন্দেহ হয় এবং ধরে দেখলে বুঝতে পারে যে তার মৃত্যু হয়েছে। তৎক্ষণাৎ শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়। শিলিগুড়ি থানার পুলিশ এসে দেহ শিলিগুড়ি জেলা হাসপাতালে
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রূপে একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন