রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - উৎসবের ত্রিমেরিক / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 


  আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' ত্রিমেরিক  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         ত্রিমেরিক  /   ১    

তপন উবাচ

আলোকচিত্র : দেবাশিস মুখোপাধ্যায়

নিবিষ্ট হও, চেতনাব্রহ্মে দাও আরও অভিনিবেশ

নিখুঁততম হোক কারুকাজ

      রেখা ও রঙে ভিন-কোলাজ

মেধা ও শ্রমের সমন্বয়ে হবে শিল্পের উন্মেষ।


                         ত্রিমেরিক  /   ২    


আলোকচিত্র : মধুমিতা মল্লিক

ঈশ্বর খুঁজে পায় পায় নামে রঙের দীর্ঘ মিছিল

দুই হাত ভরে উপাচার নিয়ে

      মাথায় একটু ঘোমটা টাঙিয়ে

মনের আর্তি চেতনার রঙে নদী হল ঊর্মিল।


                         ত্রিমেরিক  /   ৩   

আলোকচিত্র : শুক্লা কর


বিহানবেলায় কুড়োচ্ছে সব সোনার অলংকার

 ঝুপঝুপ করে ভরছে উঠোন

      চাষির এখন মন উচাটন

কোথায় সে ব্যাংক যেখানে পায় এমন বিশাল লকার।


মন্তব্যসমূহ