নাগরাকাটায় ঝুমুর নদীতে মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা , নাগরাকাটা , ৮ নভেম্বরঃ সাতসকালে বানারহাট থানার দক্ষিন ধন্দাশীমলা এলাকার ঝুমুর নদীতে মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সকাল সকাল নদী প্রাঙ্গণ এ যেন মেলা বসে গেল। ঘটনাটি ঘটেছে নাগড়াকাটা ব্লকের বানারহাট থানার অন্তর্গত দক্ষিণ ধন্দাশিমলা এলাকার । এদিন স্থানীয়রা সকালবেলা ঝুমুর নদীতে ভাসতে দেখে একটি দেহ। লোক জানাজানি হতেই ছুটে আসে পরিবারের লোকজনেরা। পরিবার সূত্রে খবর মৃতের নাম রাত্রিয়া ওরাও(৫০)।পেশায় দোলক বাজক। মৃতের স্ত্রী বিরসা বালা জানান গত দুইদিন থেকেই বাড়িতে ফেরেনি রাত্রিয়া। অধিবাসী সম্প্রদায়ের দুমডুমি যাত্রায় বাজনা বাজাতে গিয়ে আর বাড়ি ফিরেনি।কিন্তু আজ সকালে নদীতে ভাসতে দেখে বডি। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ আসেন এবং মৃত দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যান। এদিকে স্থানীয় লোকজন মৃত্যুর রহস্য নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন। গোটা ঘটনার তদন্তে পুলিস। এভাবে সংসারের একমাত্র উপরাজন কারী হটাৎ চলে যাওয়ায় রীতিমতো সমস্যায় পরিবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন