৩৯ তম 'উত্তরবঙ্গ বইমেলা' শুরু

 

শুরু হল ৩৯তম উত্তরবঙ্গ বইমেলা ২০২১ 



কুশল দাশগুপ্ত , ৫ ডিসেম্বরঃ  গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুকসেলার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন -এর ব্যবস্থাপনায় ৩৯ তম 'উত্তরবঙ্গ বইমেলা' -র আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান । উদ্বোধন করলেন বিখ্যাত নাট্য পরিচালক, গায়ক , লেখক ও চিত্র পরিচালক শ্রী অঞ্জন দত্ত  । উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি শ্রী সৌরভ চক্রবর্তী, জেলা শাসক দার্জিলিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ,. এই বইমেলার উদ্বোধন করে  অঞ্জন দত্ত জানান , ' আমি নিজে বই এর পোকা,আমার নিজের ঘরেই প্রচুর বই আছে।আমার ছেলে মোট নয়টি   লাইব্রেরীর সাথে যুক্ত।আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হল আমি শিলিগুড়িকে খুব ভালবাসি।তাই এই উদ্বোধনের ডাক ফেরাতে পারলাম না ' । শিলিগুড়ির পুর প্রশাসক ও রাজ্যের প্রাক্তণ মন্ত্রী গৌতম দেব জানান , ' আশাকরি এই বছরে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাব । বইমেলাতে এসে বই কেনার ব্যাপারে,শিলিগুড়ি যতই বাণিজ্য শহর  হোক , এখানকার  মানুষও বই কেনেন ।' এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বহু বিশিষ্ট মানুষ এবং বইপ্রেমী মানুষ।এছাড়া উপস্থিত ছিলেন বাংলা এবং ইংরেজী মাধ্যমের ছাত্রছাত্রীরাও।  অঞ্জন দত্ত এদিন আরো  জানালেন যে দার্জিলিং নিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা আছে।তিনি এও জানিয়ে গেলেন তিনি দার্জিলিং নিয়ে নতুন করে ওয়েব সিরিজ বানাতে চান আর তিনি চান  এটা গোটা দেশ জানুক উত্তরবঙ্গকে ও উত্তরবঙ্গের সৌন্দর্যকে ।

মন্তব্যসমূহ