রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যসায়র / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যসায়র  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         পদ্যসায়র  /   ১    


তপন উবাচ

আলোকচিত্র : অভীদত্তা ব্যানার্জীকাঞ্চনজঙ্ঘা



কে যেন আঁকল লাল আখর বসিয়ে 
        আকাশের ক্যানভাসে
তুলি সরে গেলে দেখি নতুন বছর
        বসছেন প্রাতরাশে।

                         পদ্যসায়র  /   ২    



আলোকচিত্রঃ বেনু গোপাল নায়ার, মাস্কাট, ওমান , ২০২২ এর ভোর ৪.৩০ 


কাল ভোরবেলা কী যে দেখলাম পুবকোণে বলব কি আর
শীতসমুদ্রের জলে স্নান করে উঠে
হি হি  কেঁপে বললেন তিনি, 
    হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন