শিলিগুড়িতে নির্বাচনী প্রচার শুরু প্রজেক্টেড মেয়র গৌতম দেবের
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২ জানুয়ারিঃ আজ সকালে তেত্রিশ নং ওয়ার্ডে নিজে প্রচারে বেরিয়ে পড়লেন গৌতম দেব।সকালে ঠান্ডা এবং হাওয়া থাকায় একটু অসুবিধা ছিলো,তবে পরে রোদ উঠে যাওয়ায় সাচ্ছন্দে নিজের প্রচার শুরু করে দেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।নিজে প্রথমে বাজারে গিয়ে মাছ,মাংশ এবং সবজী বিক্রেতাদের সাথে কথা বলেন তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান,বাজারের লোকও প্রাক্তন চেয়ারম্যানকে পেয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা শোনান।গৌতম দেব পরে বিভিন্ন মুদির দোকান এবং পাড়ার বেশ কিছু জায়গায় যারা একহয়ে বসে আড্ডা মারছিলেন তাদের সাথে কথা বলেন।তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান এই ঠাণ্ডায় মানুষ আমার সবকিছুকে পছন্দ করছে এটাই আমার কাছে অনেক,আমি সব মানুষের কাছেই যাব এবং তাদের অসুবিধার দিকগুলো সামনে নিয়ে আশবার চেষ্টা করবো।তবে আমার মনে হয় এখানকার মানুষ আমাকে মেনে নিয়ে আমাকে সাহায্য করবে।আমি আশাবাদী আমি এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করবো।এদিন গৌতম দেব প্রচার করতে গিয়ে একটি বাড়িতে গিয়ে রুটি তরকারি এবং চা খান।তিনি জানালেন আমি সব খাবারই খাই তবে বেশী মশলাদার খাবার খাই না।আর ভোট পযর্ন্ত একটু সাবধানে চলতে হবে আমাকে জানালেন গৌতম দেব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন