উত্তর দিনাজপুরে নীল কুঠির হদিশ

 

কুলিক নদীর ধারে নীল কুঠি রক্ষা করছেন ৯০ বছরের বৃদ্ধা 



সজল দাশগুপ্ত , উত্তর দিনাজপুর , ২২ জানুয়ারিঃ নীলকুঠির হদিস পাওয়া গেল উত্তর দিনাজপুরের সুদর্শনপুর এলাকায়। বর্তমানে নীলকুঠিটি রক্ষণাবেক্ষণ করছেন এক ৯০  বছরের বৃদ্ধা। তিনি জানিয়েছেন নীল চাষের জন্য ইংরেজরা নীলকুঠি নির্মাণ করেছিলেন। কুলিক নদীর ধারে একসময় প্রচুর নীল চাষ হতো। ইংরেজরা কৃষকদের বাধ্য করতেন নীলচাষ করবার জন্য। কুলিক নদীর বন্যার জল যাতে নীলকুঠির ক্ষতি না করতে পারে সেই কারণে অনেক উঁচু উঁচু সিঁড়ির বানানো হয়েছিল।
স্বভাবতই এই নীলকুঠির হদিস মেলাতে উৎসাহী উত্তর দিনাজপুর জেলার পর্যটন প্রেমী মানুষেরা । সরকারি আধিকারিকরা কয়েকবার জায়গাটি পরিদর্শন করতে এসেছেন। সরকার যদি এই জায়গাটি অধিগ্রহণ করে নেয় তাহলে খুব ভালো হবে। সরকার এই জায়গাটি অধিগ্রহণ করলে জায়গাটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে একথা অনেকে মনে করছেন।

মন্তব্যসমূহ