জলপাইগুড়িতে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ

 জলপাইগুড়িতে ধর্ণায় টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আত্মহত্যার হুমকি 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ১৭ ফেব্রুয়ারিঃ "চাকরির দাবিতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ টেট সফল চাকরি প্রার্থীদের৷ ২০১৪সালের টেট উত্তীর্ণ  চাকরি প্রার্থীদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মুখে ঘোষণা করার পরেও তিনি কথা রাখেনি। আগামী মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করবো চাকরির জন্য তার পরেও চাকরি না পেলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবেনা তাদের দাবি বিক্ষোভকারীদের। 

জলপাইগুড়ি কদমতলা মোড় থেকে একটি মিছিল করে আন্দোলকারিরা ডিবিসি রোডে অবস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে আসেন।আন্দলনে টেট উত্তীর্ণ  চাকরি প্রার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও ছিলেন। তাদের দাবি রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেই কারনেই তারা চকরি পাচ্ছেনা৷ ভোটের মুখে মুখ্যমন্ত্রী ভোট পেতে এই মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। অবিলম্বে ২০১৪সালের টেট উত্তীর্ণদের চাকরি না দেওয়া হলে আন্দলকারি আত্মহত্যা করবে। প্রতিকি হিসাবে লক্ষ্মীর ভান্ডারের একটি ভান্ডো হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়ে শিক্ষা সংসদের গেটে ভেঙ্গে চলে এই বিক্ষোভ। বিক্ষোভকে কেন্দ্র করে জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের সামনে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল।

মন্তব্যসমূহ