২০২২ এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে ?

 

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্কুল পাবে ২৩ ফেব্রুয়ারি 



জয়দেব মন্ডল , কলকাতা , ১৭ ফেব্রুয়ারিঃ আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। শেষ হচ্ছে ১৬ মার্চ। সকাল ১১.৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা । পরীক্ষা কেন্দ্রে মানা হবে করোনা স্বাস্থ্যবিধি।  করোনার কারণে ২০২০ ও ২০২১  এর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবছর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অফ লাইনে।  উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হলেও , মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হবে অন্য স্কুলে । 



মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞতিতে জানিয়েছে , এবছরের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পর্ষদ অফিস থেকে স্কুলগুলি নিতে পারবে আগামী ২৩ ফেব্রুয়ারি , সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা। অ্যাডমিট কার্ডে যদি কোন ভুল ভ্রান্তি আসে , তাহলে সেটি সংশোধন করার জন্য আবেদন গ্রহনের শেষ তারিখ ৪ মার্চ। প্রসঙ্গতঃ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল।   

মন্তব্যসমূহ