রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যসায়র / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যসায়র  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         পদ্যসায়র  /   ১      


তপন উবাচ


আলোকচিত্র : শীর্ষেন্দু গাঙ্গুলি ,বোস্টন

যদি হারিয়ে যেতেই হয়
    তবে এই নিরিবিলি রূপকথা দেশে
কিছুক্ষণ খুঁজে ফেরা রাজার আলয়
খুঁজে পেলে ঘুচে যাবে সব অপরিচয়
না পেলেও কী বা ক্ষতি
আনমনে পাড়ি দেওয়া স্বপ্নের উদ্দেশে।

                         পদ্যসায়র  /   ২      



আলোকচিত্র : তড়িৎ চৌধুরী ,নন্দী পাহাড়, ব্যাঙ্গালোর

কবিরা কবিতা লেখে, অক্ষরে অক্ষর গেঁথে
শব্দের শরীরে করে প্রাণদান
প্রকৃতিপৃথিবী তবে মহাকবি, অংশুকলম দিয়ে
তাবৎ মানুষ-পশ -পাখি-বৃক্ষ-লতা,
সময় ও ঋতুকে করেন সপ্রাণ।

                         পদ্যসায়র  /   ৩      



আলোকচিত্র : দেবারতি দত্ত

হরপ্পার মতো সাষ্টাঙ্গে দাঁড়িয়ে ত্রিকালদর্শী বট
শতক শতক ধরে লিখে চলে জলজ্যান্ত  কত বই
তার পাতায় পাতায় কত গল্প,
         কথা ও কাহিনি, হইচই
তার ঝুরি ধরে নামে কত হুরীপরী অলীক, উদ্ভট।



মন্তব্যসমূহ