রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যসায়র / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যসায়র  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         পদ্যসায়র  /   ১      


তপন উবাচ

আলোকচিত্র : কাবেরী রায়চৌধুরী

অঢেল রূপের ডালি, জেল্লা কত, 
    তাই তার এত অহংকার
যতবার চোখ রাখি, বাজে তার নিঃশব্দ ঝংকার।


                         পদ্যসায়র  /   ২     


আলোকচিত্র : তন্দ্রা ভট্টাচার্য


প্রতিদ্বন্দ্বী নেই কোনও, আমি এক উদাসী বাউল
হাত তুলে ডাক দিই--
      তা সত্ত্বেও কেউ না-দেয় সাড়া
টুং টাং শব্দ তুলি, হাতে অক্ষরের একতারা
আমি তো জেনেছি আছে
        প্রতিবেশী-- প্রকৃতি অতুল।

                         পদ্যসায়র  /  ৩      

আলোকচিত্র : শ্রাবণী ভট্টাচার্য


পার হয়ে যায় বেলা, আজ কেউ দেয়নি আবির
কি জানি কেন যে মন অপেক্ষায় হঠাৎ উদবেল
সে কি চলে গেল একা তাই বুঝি বাজল মঞ্জীর
না-খেললাম আবির আজ
        পলাশই তো রাঙালো অঢেল।



মন্তব্যসমূহ