পাহাড়ে আবার নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুধু সময়ের অপেক্ষা

 

উত্তরবঙ্গের পাহাড়ে কি আবার একটি নতুন রাজনৈতিক দল ? 



বিশেষ সংবাদদাতা , দার্জিলিং , ১০ এপ্রিলঃ  পাহাড়ে আত্মপ্রকাশ হতে চলেছে আর একটি নতুন রাজনৈতিক দলের। আত্মপ্রকাশের আগেই দার্জিলিঙে একগুচ্ছ দাবি নিয়ে পোস্টার। জানা যায় BGSP নামে একটি নতুন রাজনৈতিক দল ফের পাহাড়ের মাটিতে আত্মপ্রকাশের পথে। এই নতুন দলের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ।

এছাড়াও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তার মধ্যেই পৌরসভা নির্বাচনে নতুন রাজনৈতিক দল হামরো পার্টি পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে দার্জিলিং পৌরসভা দখল করে। ফের পাহাড়ের রানী দার্জিলিংয়ের আত্মপ্রকাশের পথে নতুন আরএক রাজনৈতিক দল । রবিবার দার্জিলিংয়ের চৌরাস্তার কাছে একগুচ্ছ দাবি নিয়ে সরব হল BGSP। এদিন পোস্টারের মধ্যে অবিলম্বে জিটিএ এর অডিট, পাহাড় আন্দোলনের সময় বকেয়া বিদ্যুৎ বিল মুকুব, পাহাড় আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ প্রত্যাহার সহ বিজেপি শরিকদের বিরুদ্ধে তোপ দেগে পোস্টারে দাবি করা হয় জিটিএ নির্বাচনের পেছনে না দৌড়ে প্রতিশ্রুতি পালনের দাবি করা হয়। কার্যন্ত নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আগেই পোস্টার পড়ায় চাঞ্চল্য পাহাড় জুড়ে ।এই দলের আবির্ভাব নিয়ে এখনো কোন মন্তব্য পাওয়া যায় নি পাহাড়ের অন্যান্য দলগুলির  কাছ থেকে।

মন্তব্যসমূহ