শিলিগুড়ির উচ্ছেদ হওয়া মানুষদের পাশে রাজ্য সরকার

শিলিগুড়ির উচ্ছেদ হওয়া মানুষদের পুনর্বাসন দেবে রাজ্য , জানালেন মেয়র গৌতম দেব 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১০ এপ্রিলঃ  গতকালই বে আইনি  দখলের অভিযোগে উচ্ছেদ করা হয়েছিলো শিলিগুড়ির ৪০ নম্বর   ওয়ার্ডের দশটি পরিবারকে।কিন্তুু গতকাল রাত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে আজ সেইসব বাসিন্দাদের কাছে পৌছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।তিনি প্রথমে তাদের সান্তনা দেন এবং তাদের কথা দেন তাদের পুর্নবাসনের ব্যাবস্থা করা হবে।এবং যতদিন না পযর্ন্ত তাদের স্থায়ী ঠিকানার ব্যাবস্থা করা হচ্ছে,ততদিন পর্যন্ত তাদের অস্থায়ী ছাদের ব্যাবস্থা করবে রাজ্য সরকার।এবং তাদের প্রত্যেকের খাওয়া দাওয়ার ভারও নেবে রাজ্য সরকার।এদিন তাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস মেয়র তুলে দেন শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে  তিনি পরে সাংবাদিকদের জানান,নিয়ম নিয়মের মত চলবে,কিন্তুু তা বলে আমরা অমানবিক হতে পারি না,মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যতদিন না পযর্ন্ত তাদের সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে,ততদিন পযর্ন্ত তাদের সব দায়িত্ব নেবে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদের যেন কোনরকমের সমস্যার মধ্যে পড়তে হয়।আমি এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশন তাদের পাশে আছি,এবং প্রয়োজনে সবরকমের সাহায্য করবো আমরা।এদিন মেয়রের সাথে ছিলেন শিলিগুড়ি মেয়র পারিসদের অন্যান্য সদস্যরা।

মন্তব্যসমূহ