রবীন্দ্রনাথ ৮০ তম জন্মদিন পালন করেছিলেন কালিম্পংয়ের বাড়িতে


২০১১ সালে ভুমিকম্পে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কালিম্পং এর ক্ষতিগ্রস্থ বাড়িটি আজো একই অবস্থায়  



 সজল দাশগুপ্ত , কালিম্পং , ১০ মেঃ  গতকাল গেল কবিগুরুর ১৬১ তম জন্মদিবস। ।   রবীন্দ্রনাথ মানেই প্রতিটি বাঙালির হৃদয়ের এক নস্টালজিক অনুভূতি। রবীন্দ্রনাথের সঙ্গে দার্জিলিং ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যখনই তিনি সময় পেতেন ছুটে যেতেন দার্জিলিঙে। দার্জিলিংয়ের মংপুতে থাকতে খুব ভালবাসতেন তিনি। এছাড়া আরও দুটি জায়গায় তিনি থাকতেন গৌরী হাউজ এবং চিত্রভানু। রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই দুটি বাড়ি রয়েছে কালিংপং এলাকায়।গৌরী হাউস ছিল তৎকালীন এক জমিদারের। ওই জমিদার এর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর গৌরী হাউজে যেতেন। শেষবার তিনি গিয়েছিলেন ১৯৪০ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে। নিজের ৮০ তম জন্মদিন পালন করেছিলেন সেখানে। নিজের লেখা কবিতা পাঠ করেছিলেন আকাশবাণীতে। সে সময় ব্যাপারটি যথেষ্ট গুরুগম্ভীর ছিল।


গৌরী হাউজ থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত চিত্রভানু। ইতিহাস সাক্ষী রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটি তৈরি করেছিলেন। সেই সময় কালিম্পং-এ বাঙালিরা ছিল সংখ্যালঘিষ্ঠ। বিশ্বকবি নিজের জন্মদিন পালন করতেন চিত্রভানুতে, তার জন্মদিনে আমন্ত্রিত শান্তিনিকেতন থেকে অনেকেই ছুটে যেতেন সেখানে।
২০১১ সালে ভূমিকম্পের ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বকবির সাধের বাড়িটি। ভূমিকম্পের কারণে একাধিক জায়গায় ফাটল ধরেছে বাড়িটিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র এখনো দেখতে পাওয়া যায় সেখানে।

মন্তব্যসমূহ