আকাশছোঁয়া দামের জন্য রবিবারের বাজারে ক্রেতার সংখ্যা কম

 

রবিবাসরীয় বাজার আকাশছোঁয়া দামে একেবারে ক্রেতাহীন 



কুশল দাশগুপ্ত ও সজল দাশগুপ্ত , কলকাতা ও শিলিগুড়ি , ১৫ মেঃ   আজ রবিবারের বাজার একবারে ফাঁকা ।  কলকাতা থেকে শিলিগুড়ির ছবিটা প্রায় এক । আকাশছোয়া দাম জিনিসের । কমার কোন লক্ষণ নেই ,ফলে হতাশ এবং আতঙ্কিত ক্রেতারা।ধরা যাচ্ছে না আলু , ছোঁয়া যাচ্ছেনা মাছ,মুরগি । কোথাও মুরগি ২৫০ টাকা , আবার কোথাও ২৭০ । এযাবৎ কালের সর্বোচ্চ দাম । আর সবজীর দাম গত কয়েক দিনে বেড়েছে কেজি প্রতি প্রায় তিরিশ টাকার মতন। ধরা যাক টমেটো , ২৫ টাকা থেকে এক ধাক্কায় ১০০। তবে কিছু বাজারে ছোট বিকোচ্ছে ৮০ টাকা দরে । কলকাতার গড়িয়া হাট , মানিকতলা বা বেহালা বাজারে ফাঁকা আজকের বাজার । খুব নিরুপায় না হলে বাজারে যাচ্ছেন না অনেকেই। এদিকে কল্মি শাক বা লাউ শাক একটু সস্তা । আবার সস্তা ধুধুল, ২০ টাকা কেজিতে মিলছে , কুদরি ২০ থেকে ২৫ টাকার মধ্যে ঘোড়া ফেরা করছে। কুমড়ো ২০টাকা থেকে এখন ৪০ টাকা। পটল একটু কমলেও আবার বাড়তে শুরু করেছে । ৪০ টাকা। মাছের বাজার আগুন । যে যেরকম পারছে দাম নিচ্ছে । বাজারে আসা ক্রেতাদের কথায়, কোন নিয়ন্ত্রণ নেই বাজারে। এদিকে বিক্রেতাদের কথায় , যেরকম দাম দিয়ে কিনতে হচ্ছে , সেভাবেই বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতা না থাকায় , সব্জি নষ্ট হচ্ছে খুব। 

 শিলিগুড়ির সব বাজারেই প্রায় আকাশছোয়া দাম প্রত্যেকটি জিনিসপত্রেরই।শিলিগুড়িতে বর্তমানে সরষের তেলের দাম বিকোচ্ছে ১৯৬টাকা এবং সাদা তেল ১৭০ টাকা।বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।৫০০ টাকা নিয়ে বাজারে আসলে কিছুই হয় না।টমেটো পৌছে গেছেএকশো টাকা করে।মাছের দামও কেজী প্রতি প্রায় পঞ্চাশ টাকার মতন বেড়েছে।কি কিনবো বুঝেই উঠতে পারছি না,জানালেন এক ক্রেতা।শিলিগুড়ির সব বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছুয়ে ফেলেছে।এমনকি লেবু এবং লঙ্কা কিনতে গিয়ে নাজেহাল হচ্ছেন মানুষ।কি পাইকারি কি খুচরো সব জিনিস এখন আকাশছোয়া দামে বিকোচ্ছে।গত একমাসে জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় তিনগুনের কাছাকাছি।জিনিসপত্রের এই মুল্যবৃদ্বিতে যখন নাজেহাল সাধারন মানুষ তখন সব রাজনৈতিক দলের নেতাদের মুখে কেন কুলুপ আটা এ নিয়েও সরব সাধারন মানুষ।মাঝে দুয়েক দিন বাজারে পর্যবেক্ষক আসলেও কোন হেরফের দেখা যায় নি জিনিসপত্রের দামের।তাই নেতাদের সমালোচনায় সাধারন মানুষ।জিনিসপত্রের দাম নিয়ে শাসক এবং বিরোধী কেউই কথা না বলায় প্রচণ্ড ক্ষুব্ধ স্থানীয় মানুষ।

মন্তব্যসমূহ